ফের কমল ডিজেল ও কেরোসিনের দাম

পরিবর্তিত দামে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বের মতোই পেট্রোল ১২১ টাকা ও অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে। এ বছরের ১ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছিল অন্তর্বর্তী সরকার।

Jan 1, 2025 - 04:21
 0  15
Source: আমার দেশ | Published on:  31/12/2024 21:52   Original Screenshot

ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছে। পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মধ্যরাতে ১ জানুয়ারি থেকে এই দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়,জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত দামে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বের মতোই পেট্রোল ১২১ টাকা ও অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে।

এ বছরের ১ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছিল অন্তর্বর্তী সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow